অনলাইন ডেস্ক
নেদারল্যান্ডের একদল গবেষক করোনাভাইরাসে আক্রান্তদের সারিয়ে তোলার জন্য মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে যক্ষ্মার টিকা কার্যকর কিনা, তা খতিয়ে দেখতে চান। এজন্য চলতি সপ্তাহেই তারা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবেন।
আরো তিন দেশের গবেষকরা যক্ষ্মার টিকা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কায়কর কিনা, তা শিগগিরই পরীক্ষা শুরু করবেন। চিকিৎসাসেবাকর্মী থেকে শুরু করে বয়স্ক এবং করোনায় ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শরীরে এটি প্রয়োগ করে কার্যকারিতা দেখা হবে।
ডাচ গবেষকদের দলটি টিকা গ্রহণের জন্য আটটি হাসপাতাল থেকে এক হাজার স্বাস্থ্যসেবাকর্মীর তালিকা তৈরি করবে। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই এবং আক্রান্ত হলে উপসর্গ কম দেখা দেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে চান তারা।
এজন্য তারা যক্ষ্মার টিকা বেসিলাট কালমেট গুইরিন (বিসিজি) পরীক্ষা করবেন।
সূত্র : দ্য ডেইলি বেস্ট
Discussion about this post