নিজস্ব প্রতিবেদক
বেসরকারি বৌদ্ধ এবং সংস্কৃত টোল শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অনুদানভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০১৯ খ্রিষ্টাব্দের জুন থেকে ২০২০ খ্রিষ্টাব্দের মে পর্যন্ত ১ বছরের বেতন-ভাতা বাবদ ৪টি চেক ছাড় হয়েছে। রোববার (৭ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত বছরের জুন মাস থেকে চলতি মে মাস পর্যন্ত ভাতাসহ ১ বছরের বেতন-ভাতা বাবদ অর্থের ৪টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ১৮ জুন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতাদি উত্তোলন করা যাবে।
Discussion about this post