আন্তর্জাতিক ডেস্ক
অর্থ বরাদ্দ বন্ধ করে মিনিয়াপোলিস পুলিশ বিভাগ ভেঙে ফেলার পরিকল্পনা ঘোষণা করেছেন মিনিয়াপোলিস সিটি কাউন্সিলের ৯ সদস্য। স্থানীয় সময় গতকাল রোববার তাঁরা এমন ঘোষণা দেন।
কাউন্সিলের প্রেসিডেন্ট লিসা বেন্ডার সিএনএনকে বলেন, ‘আমরা মিনিয়াপোলিস পুলিশ বিভাগকে ভেঙে ফেলতে একমত হয়েছি। মিনিয়াপোলিসবাসীর নিরাপত্তার জন্য আমরা নতুন মডেলের কমিউনিটি গড়ে তুলব।’ তিনি আরও বলেন, কাউন্সিলের ১৩ সদস্যের মধ্যে ৯ সদস্য এতে একমত হয়েছেন।
বেন্ডার বলেন, ‘বর্তমান ব্যবস্থা অকেজো হয়ে পড়েছে। আমাদের কৃষ্ণাঙ্গ নেতাদের কথা শোনা প্রয়োজন। পুলিশ তাঁদের জন্য কাজ করছে না।’ বেন্ডার আরও বলেন, তিনি পুলিশের তহবিল কমিউনিটি ভিত্তিক নীতিতে স্থানান্তর করতে চান। বর্তমান পুলিশ বিভাগকে কীভাবে পুনর্বিন্যাস করা যায়, তা নিয়ে সিটি কাউন্সিল আলোচনা করবে বলেও জানান বেন্ডার। তিনি আরও বলেন, কোনো পুলিশ বিভাগ না থাকার পরিকল্পনাটি অল্প সময়ের জন্য নয়।
বেন্ডার এবং কাউন্সিলের অন্য সদস্যরা জরুরি সেবা ৯১১ নম্বরে আসা ফোনকল বিশ্লেষণ করেছেন। বেন্ডার বলেন, বেশির ভাগ ফোনই মানসিক স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য, অগ্নিনির্বাপণব্যবস্থা-সংক্রান্ত।
কাউন্সিলের ৯ জন সদস্য মিনিয়াপোলিসে এক সমাবেশে এ ঘোষণা দেন। জর্জ ফ্লয়েডকে নিষ্ঠুরভাবে হত্যার পর প্রতিবাদের মুখে পুলিশ বিভাগ ভেঙে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তাঁরা। এ সপ্তাহের শুরুতে সিটি কাউন্সিলের সদস্যরা টুইট বার্তায় জানিয়েছিলেন, তাঁরা মিনিয়াপোলিস পুলিশ বিভাগ ভেঙে ফেলতে পদক্ষেপ নিচ্ছেন।
Discussion about this post