ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার প্রাণভোমরা আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। ক্লাবটির সাফল্য-ব্যর্থতাও আবর্তিত হয় মেসির পারফরম্যান্সকে ঘিরেই। শুধু দলীয় পারফরম্যান্স নয়, দলের অন্যান্য খেলোয়াড়দের চাঙা রাখতেও বড় ভূমিকা পালন করেন অধিনায়ক মেসি।
এই তো গত সপ্তাহে স্প্যানিশ ডিফেন্ডার জর্ডি আলবা জানিয়েছিলেন, দলের অনুশীলনে মেসি থাকা মানেই বিশেষ কিছু। কেননা নিজের উদ্যম বাকিদের মাঝেও ছড়িয়ে দিতে পারেন মেসি। এবার প্রায় একই কথা বললেন নেদারল্যান্ডসের তরুণ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংও।
২০ বছর বয়সী এ তরুণ তুর্কির মতে, মাঠের মধ্যে ছোট ছোট কথার মাধ্যমে অনেক বড় বড় কাজ আদায় করে ফেলতে পারেন মেসি। আর বিশ্বের সেরা ফুটবলার হওয়ায় মেসির যেকোন কথাই শুনতে হয় গভীর মনোযোগ দিয়ে।
বিবিসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে ডি ইয়ং বলেছেন, ‘যদি লিওনেল মেসি আপনার সঙ্গে কথা বলে এবং বিভিন্ন পরামর্শ দেয়, তাহলে আপনার সেটা শুনতে হবে। কারণ সে বিশ্বের সেরা খেলোয়াড়। যখন সে পরামর্শ দেয়, আপনি শুনবেন। কখনও হয়তো সে বলে একটু নিচে নেমে বা আরেকটু জায়গা করে খেলতে। এসব ছোট বিষয় বড় পার্থক্য গড়ে দেয়।’
এসময় বার্সেলোনা দলে নিজের ভূমিকা সম্পর্কে ডি ইয়ং বলেন, ‘আয়াক্স এবং নেদারল্যান্ডসের হয়ে আমার ভূমিকা ভিন্ন। তবে এখানে (বার্সেলোনা) দুইজন ডিফেন্সিভ মিডফিল্ডারের ওপরে খেলছি আমি। আমাকে মানিয়ে নিতে হচ্ছে, তবে ঠিক আছে। আমি নিজের উন্নতি করতে পারব। আমি তখনই সেরাটা খেলি যখন খুব বেশি আক্রমণাত্মক বা খুব বেশি রক্ষণাত্মক না হই।’
Discussion about this post