আইনস্টাইন এবং মিঃ বিন
পাশাপাশি সীটে বসে আছেন দীর্ঘ
রাস্তা পাড়ি দেয়ার পথে।
আইনস্টাইন বললেন, চলো একটা গেম খেলি…
আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস
করবো যদি তুমি উত্তর দিতে না পার তবে তুমি আমাকে ৫ ডলার দিতে হবে, আর আমি যদি না পারি তবে আমি তোমাকে ৫০০
ডলার দিব।
আইনস্টাইন প্রথম প্রশ্ন করলেনঃ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
মিঃ বিন কোন উত্তর দিলেন না, তার পকেট থেকে ৫ ডলার দিয়ে দিলেন।
এবার মিঃ বিন এর প্রশ্ন করার পালা…
সে আইনস্টাইন কে প্রশ্ন করলঃ কি ৩পায়ে পাহাড়ে যায় এবং চার পায়ে নেমে আসে…?
আইনস্টাইন ইন্টারনেট সার্চ দিল এবং তাঁর মেধাবী সব বন্ধুদের কাছে জানতে চাইল……
এক ঘণ্টা পর তিনি মিঃ বিনকে ৫০০ ডলার দিয়ে দিলেন। আইনস্টাইন বিস্মিত হয়ে মিঃ বিনকে জিজ্ঞেস করলেনঃ এবার বল কি ৩পায়ে পাহাড়ে যায় এবং চার পায়ে নেমে আসে…?
মিঃ তার পকেটে হাত দিলেন এবং আইনস্টাইনকে ৫ ডলার দিয়ে দিলেন……!!
বল্টুর ফাঁসির রায় হল ]:-
পুলিশঃ বল্টু মরার আগে তোমার
শেষ ইচ্ছা কি ?
বল্টুঃ আমার শেষ ইচ্ছা পুরন
করবেন জনাব?
পুলিশঃ হ্যা করবো বলো….??
বল্টুঃ তাহলে_ . . . . . . জনাব . . . . . . . .
ফাঁসির সময়_ আমার মাথা নিচে
দিবেন
আর পা উপরে দিবেন।
Discussion about this post