নিউজ ডেস্ক
২০২০-২১ অর্থবছরে প্রথমবারের মতো অনলাইনে যেসব করদাতা আয়কর রিটার্ন দাখিল করবেন তাদের দুই হাজার টাকা কর রেয়াত দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অনলাইন আয়কর রিটার্ন দাখিল এবং কর প্রদান জনপ্রিয় করতে এ সুবিধা দেয়া হচ্ছে বলে বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, আয়কর বিভাগের ডিজিটাল ট্রান্সফরমেশনের ওপর আমরা সার্বিক গুরুত্ব আরোপ করেছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে আয়কর বিভাগ ও ট্রান্সফরমেশন সম্পূর্ণ করতে আমরা সক্ষম হবো। ফলে করদাতারা অতি সহজে অনলাইনে আয়কর রিটার্ন কর প্রদান করতে পারবেন।
তিনি আরো বলেন, করদাতারা দুই হাজার টাকা করে কর রেয়াত প্রদানের সুযোগ গ্রহণ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে উৎসাহিত হবেন, যা আয়কর বিভাগের ডিজিটাল ট্রান্সফরমেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।
Discussion about this post