নিজস্ব প্রতিবেদক
করোনা পরিস্থিতি বিবেচনায় নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলের ১ হাজার ৬০০ শিক্ষার্থীর দুই মাসের বেতন মওকুফ করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটিতে কর্মরত শিক্ষকদের তিন মাসের বেতন ও বোনাস প্রদান করা হয়েছে ট্রাস্টের নিজস্ব তহবিল থেকে। প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদ এই সিদ্ধান্তটিতে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।
আজ শুক্রবার (১২ জুন) বিদ্যানিকেতন হাই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ও ট্রাস্টের চেয়ারম্যান কাশেম হুমায়ূন জানান, ২০০৭ সালে নারায়ণগঞ্জের ভুইয়ারবাগ এলাকায় স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। এখানকার অধিকাংশ শিক্ষার্থী নিম্ন আয়ের পরিবারের সন্তান। তাদের মেধার বিকাশ করার সুযোগ করে দেওয়াই স্কুলের উদ্দেশ্য। কোনও শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে যাতে ঝরে না পড়ে সেই জন্যই শিক্ষার্থীদের এপ্রিল ও মে মাসের বেতন মওকুফ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও জানান, গত মার্চ-এপ্রিল এবং মে মাসের শিক্ষকদের বেতন ও বোনাস বিদ্যানিকেতন ট্রাস্টের তহবিল থেকে প্রদান করা হয়েছে।
প্রতিষ্ঠানটির ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম জানান, বিদ্যানিকেতন হাই স্কুলটি বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা করা হয় না। এটি সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালনা করা হয়ে থাকে। শুধুমাত্র শিক্ষার্থীদের বেতন মওকুফ নয়, দুর্যোগকালীন সময়ে বিদ্যালয়ের নিম্নবিত্ত ৪০০ শিক্ষার্থীর মধ্যে খাদ্যসামগ্রী সহায়তা এবং ১০ হাজার মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
Discussion about this post