নিজস্ব প্রতিবেদক
শূন্যপদের তথ্য সংগ্রহ করা হলেও নানা জটিলতায় এখনো শিক্ষক নিয়োগের ৩য় গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গণবিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে জানতে চাইলে এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ আবদুল আউয়াল হাওলাদার বলেন- দ্বিতীয় নিয়োগ চক্রে সুপারিশপ্রাপ্তদের এমপিও জটিলতা নিরসনের আগে শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করার কোনো পরিকল্পনা নেই ।
শনিবার (১৩ জুন) তিনি বলেন, দ্বিতীয় নিয়োগ চক্রে বেশ কিছু প্রতিষ্ঠানে যোগদান করা প্রার্থীদের এমপিওভুক্তি নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। এসব পদে এমপিও জটিলতা নিরসন করার আগে পরবর্তী শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ না করার বিষয়ে আমাদের প্রতি নির্দেশনা আছে। তাই, শিক্ষকদের এমপিও জটিলতা নিরসনের আগে তৃতীয় গণ বিজ্ঞপ্তি প্রকাশের কোনো পরিকল্পনা আমরা করছি না।
তিনি আরও বলেন, এছাড়া গণবিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে কিছু আইনি জটিলতা ছিল। সে জটিলতাও এখনো সম্পূর্ণ সমাধান হয়নি। জটিলতার সমাধান না করে বরং বিজ্ঞপ্তি প্রকাশ সম্পূর্ণ নিয়োগকে বাধাগ্রস্ত করতে পারে। তাই, এখনই গণবিজ্ঞপ্তি প্রকাশ দিয়ে চিন্তা করার সুযোগ এনটিআরসিএর নেই।
এদিকে শুক্রবার (১২ জুন) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন জানান, যেসব শিক্ষকরা এখনো এমপিওভুক্ত হতে পারেননি তাদের জটিলতা নিরসন এবং এনটিআরসিএর সার্বিক সমস্যা নিয়ে সম্প্রতি শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে এনটিআরসিএর কর্মকর্তাদের একটি সভা হয়েছে। শিক্ষকদের এমপিওভুক্তির জটিলতা নিরসনের পরেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে এনটিআরসিএকে বলা হয়েছে।
Discussion about this post