বিনোদনডেস্ক
‘ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমার নায়ক বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। আজ রবিবার মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক প্রমাণ থেকে ধারণা করা হচ্ছে, তিনি ডিপ্রেশনে ভূগছিলেন। তার ফ্ল্যাট থেকে ডিপ্রেশন কমানোর ওষুধও পেয়েছে পুলিশ। এই ডিপ্রেশন যে কতটা ভয়াবহ হতে পারে তা নিয়ে মানুষকে সচেতন করতে শুরু করেছেন তারকারা।
বাংলাদেশের বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের জীবনসঙ্গী উম্মে আহমেদ শিশির এই অভিনেতার মৃত্যুতে ব্যথিত। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি সতর্ক করেছেন ডিপ্রেশন নিয়ে। শিশির লিখেছেন, ‘কি শোকাবহ একটা খবর! ডিপ্রেশন খুবই ভয়ংকর এবং অপ্রকাশিত বিষয়। সুতরাং একজন মানুষ কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, সেটা না জেনে তাকে বিচার করবেন না।’
উল্লেখ্য, মাত্র ৩৪ বছর বয়সে আত্মহত্যা করে নিজেকে শেষ করে দিলেন বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অভিনয় করে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল ক্রিকেটবিশ্বে। যে কারণে তার এই আকস্মিক চলে যাওয়ায় শোকস্তব্ধ হয়ে পড়েছে ক্রিকেটাঙ্গন। বিরাট কোহলি থেকে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার, সবাই টুইট করে শোক প্রকাশ করে যাচ্ছেন।
Discussion about this post