নিজস্ব প্রতিবেদক
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিভিন্ন দপ্তর এবং সংস্থার কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আর করোনা আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা ই-মেইলে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে শিক্ষা অধিদপ্তর, এনটিআরসিএ, শিক্ষা বোর্ডগুলোসহ অধীনস্ত অফিসগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
উপসচিব মোহাম্মদ আবু নাসের বেগ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অধীনস্থ দপ্তরগুলোর কোনো কর্মকর্তা বা কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হলে আগামী ১৫ জুনের মধ্যে ই-মেইলে (sas_admin1@moedu.gov.bd) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানোর জন্য বলা হয়েছে।
এছাড়া করোনা আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে চিঠিতে। আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠাতে বলা হয়েছে দপ্তর ও সংস্থাগুলোর প্রধানদের।
Discussion about this post