নিজস্ব প্রতিবেদক
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন জেলা-উপজেলা শিক্ষা অফিস এবং সরকারি স্কুল-কলেজে কর্মরত চতুর্থ শ্রেণির কর্মচারীদের পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে কর্মচারীদের পৃথক পৃথক তালিকা প্রকাশ করা হয়। দীর্ঘদিন পর পদোন্নতি পাচ্ছেন কর্মচারীরা। আদেশ জারি করে বিষয়টি জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, জেলা-উপজেলা শিক্ষা অফিস ও বিভিন্ন সরকারি স্কুল কলেজের ৮২ জন বুক সর্টার, ২০০ জন দক্ষ বেয়ারার, ১৪৮ জন এসএসসি বা তার বেশি শিক্ষাগত যোগ্যতার ডেসপাস রাইডার, দপ্তরি ও অফিস সহায়ক, ২৩২ জন দারোয়ান নৈশ প্রহরী, গার্ড, কুক, ল্যাব সহকারী, ৪৩২ জন অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী এবং এসএসসির নিচে শিক্ষাগত যোগ্যতার ৫২জন অফিস সহায়ক পদোন্নতির খসড়া তালিকায় স্থান পেয়েছেন।
এদিকে শিক্ষা অধিদপ্তর থেকে কলেজগুলোতে পাঠানো চিঠিতে, তালিকায় কর্মচারীদের নাম ও তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ আছে কিনা তা যাচাই করতে বলা হয়েছে। এছাড়া আর কোন কর্মচারীর তথ্য ভুল থাকলে তা সংশোধনের জন্য এবং মন্তব্য কলামে উল্লেখ করা আপত্তি নিষ্পত্তি করতে আবেদন ও কাগজপত্র ১৬ জুলাইয়ের মধ্যে ডাক যোগে শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।
সম্মানিত পাঠকদের জন্য ৪র্থ শ্রেণির কর্মচারীদের খসড়া তালিকা তুলে ধরা হলো।
Discussion about this post