নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান গত মার্চ মাসের মাঝামাঝি থেকে বন্ধ রয়েছে। ভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে সব স্কুল-কলেজ-মাদ্রাসা বিশ্ববিদ্যালয় এবং কোচিং সেন্টারের ছুটি ৬ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ পরিস্থিতিতে আগামী ৬ আগস্ট পর্যন্ত সব সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, আগামী ৬ আগস্ট পর্যন্ত সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং সেন্টার বন্ধ থাকবে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে এ সময় শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থান অবস্থান করবে।
আদেশে আরও বলা হয়, শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়ে অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে তদারকি করবে।
Discussion about this post