নিজস্ব প্রতিবেদক
দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজসহ বিভিন্ন চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।
সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত ‘অনলাইন পাঠদান চালুকরণ প্রসঙ্গ’ বিষয়ক এক চিঠিতে বলা হয়, এতদ্বারা দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ/ইউনিট সমূহ, আইএইচটি, ম্যাটস, হোমিওপ্যাথিক, ইউনানী ও আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষদের জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাসের চলমান দীর্ঘমেয়াদি প্রভাবের কারণে শিক্ষার্থীদের পাঠ্যসূচির ওপর নিজস্ব ব্যবস্থাপনা অনলাইন পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করা হলো।
বিশেষভাবে উল্লেখ্য যে চলমান করোনা ম্যানেজমেন্ট ক্লিনিক্যাল ওপেরা ক্লিনিক্যাল বিষয়ের শিক্ষকগণ তাদের উপর অর্পিত করোনা ম্যানেজমেন্ট দায়িত্ব অব্যাহত রাখার পাশাপাশি অনলাইন ক্লাসে সম্পৃক্ত হবেন। তবে কোনো অবস্থাতেই কোভিড-১৯ ম্যানেজমেন্ট প্রক্রিয়া যেন ব্যাহত না হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়।
Discussion about this post