অনলাইন ডেস্ক
করোনা মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতা, অর্থনৈতিক সংকট, সবশেষ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় রীতিমতো ধস নেমেছে। দিন দিন তার গ্রহণযোগ্যতাও কমছে মার্কিনিদের কাছে। গত সাত মাসের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের চেয়ে জনপ্রিয়তার মাপকাঠিতে অনেকটাই পিছিয়ে পড়ছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স ও বাজার গবেষণা প্রতিষ্ঠান ইপসস পরিচালিত জরিপে দেখা গেছে, মার্কিনিদের কাছে গ্রহণযোগ্যতার মাপকাঠিতে ট্রাম্পের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে গেছেন বাইডেন, যা চলতি বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ।
গত ১০ থেকে ১৬ জুন পর্যন্ত নিবন্ধিত ভোটরদের মধ্যে এ জরিপ পরিচালিত হয়। এর ফলাফলে দেখা যায়, আগামী ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ৪৮ শতাংশ ভোটার জো বাইডেনকে সমর্থন দেবেন বলে জানিয়েছেন। বিপরীতে, ট্রাম্পের পক্ষে রয়েছেন ৩৫ শতাংশ ভোটার।
চলতি মাসে সিএনএনের একটি জরিপের ফলাফলেও ট্রাম্পের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে ছিলেন বাইডেন।
রয়টার্স-ইপসস জরিপে দেখা গেছে, ট্রাম্পের কাজে অসন্তুষ্ট ৫৭ শতাংশ ভোটার আর সন্তুষ্ট ৩৫ শতাংশ। গত নভেম্বরের পর ‘অ্যাপ্রুভাল রেটিং’-এ এটাই সবচেয়ে বড় অবনমন মার্কিন প্রেসিডেন্টের।
এছাড়া, নিজ দলের মধ্যেও সমর্থন হারাচ্ছেন ট্রাম্প। মার্চের তুলনায় জুন মাসে রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের সমর্থন কমেছে প্রায় ১৩ পয়েন্ট।
৫৫ শতাংশ মার্কিনি বলেছেন, তারা করোনা মহামারি নিয়ন্ত্রণে ট্রাম্পে প্রশাসনের কাজে সন্তুষ্ট নন। এদিক থেকে প্রেসিডেন্টের পক্ষে রয়েছেন ৪০ শতাংশ নাগরিক।
সূত্র: রয়টার্স
Discussion about this post