অনলাইন ডেস্ক
টি-মোবাইল এবং স্প্রিন্টের হাত ধরে যুক্তরাষ্ট্রের বাজারে এসেছে স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি এ৭১ ফাইভজি স্মার্টফোন। সোমবার (১৫জুন) বাজারে আসা ৬০০ ডলারের এই সাশ্রয়ী ফাইভজি স্মার্টফোনটি শিগগিরই এটিঅ্যান্ডটি এবং ভেরিজনের মাধ্যমেও বিক্রি হবে। খবর সিনেট।
৬ দশমিক ৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ইনফিনিটি-ও ডিসপ্লে নিয়ে ফোনটি গত এপ্রিলে উন্মোচন করা হয়। এতে রয়েছে ৬৪ মেগাপিক্সেল প্রধান লেন্সের পাশাপাশি ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো এবং ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।
১২৮ জিবি ইন্টারন্যাল মেমরি, ৬ জিবি র্যাম এবং ৪৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ফোনটিতে থাকছে ২৫ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং সুবিধা। থাকছে মাইক্রোএসডি স্লটে এক টেরাবাইট পর্যন্ত মেমরি বাড়ানোর সুবিধাও।
এ সিরিজে স্যামসাং মোট ছয়টি ফোন এনেছে। এর মধ্যে চারটি ফোরজি এবং দুইটি ফাইভজি ফোন। গ্যালাক্সি এ০১ বেইজ মডেলটি মাত্র ১১০ ডলারে পাওয়া যাচ্ছে।
Discussion about this post