নিজস্ব প্রতিবেদক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ কোটি ৭৫ লাখ ৩২ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ২০১৯-২০ অর্থবছরে বাজেটে শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা দেয়া হবে এ টাকা থেকে। সব থানা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এ টাকা শিক্ষকদের দেয়ার অনুমতি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শনিবার (২০ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে বাজেটে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ খাতে বরাদ্দকৃত টাকা থেকে টাকা দেয়া হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে শিক্ষকদের টাকা বুঝিয়ে দিয়ে খরচ না হওয়া টাকা ফেরত দিতে বলা হয়েছে উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অ্যাকাউন্টিং ইনফর্মেশন সিস্টেমের মাধ্যমে এ টাকা দিতে হবে।
এছাড়া খরচের বিবরণী অ্যাকাউন্টিং ইনফর্মেশন সিস্টেমে এন্ট্রি করতে বলা হয়েছে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের।
এ টাকা থেকে বকেয়া দেয়া যাবে না। সরকারি বিধি মেনে টাকা খরচ করতে কর্মকর্তাদের বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। যেকোনো অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলেও জানানো হয়েছে কর্মকর্তাদের।
Discussion about this post