নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থার গতিধারা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল ক্লাস রুমের উদ্বোধন করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (২৩ জুন) এ ক্লাস রুমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
জানা গেছে, আইসিটি বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগের এটুআই প্রকল্প এবং শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ ভার্চুয়াল ক্লাস রুম চালু হতে যাচ্ছে। এ বিষয়ে সার্বিক সহায়তা দিবে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
ভার্চুয়াল ক্লাস রুমের উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিশেষ অতিথি হিসাবে যুক্ত হবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
Discussion about this post