নিজস্ব প্রতিবেদক
করোনাকালে লক্ষাধিক ননএমপিও শিক্ষক-কর্মচারীদের বিতরণের জন্য জরুরি ৪৬ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ টাকা ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক ও ২৫ হাজার ৩৮ জন কর্মচারীর মধ্যে বিতরণ করা হবে। আর চলতি মাসেই জেলা প্রশাসকরা ব্যাংক অ্যাকাউন্ট বা চেকের মাধ্যমে এ টাকা শিক্ষকদের বিতরণ করবেন।
প্রতি জন শিক্ষক ৫ হাজার টাকা এবং প্রতি জন কর্মচারী ২ হাজার ৫০০ টাকা করে পাবেন। প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান খাত থেকে ১ লাখ ৫ হাজার ৭৮৫ জন শিক্ষক-কর্মচারীকে অনুদানের টাকা দেয়া হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশাল সংখ্যক ননএমপিও শিক্ষক-কর্মচারীদের হালনাগাদ তথ্যাদি সংগ্রহ করে ডাটাবেজ তৈরি করা হয়। স্থানীয় প্রাশাসনের মাধ্যমে নামের তালিকা যাচাই-বাছাই করা হয়। সেই তালিকার ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রীর “বিশেষ অনুদান” খাত থেকে প্রাপ্ত টাকা জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট ননএমপিও শিক্ষক-কর্মচারীদের চেক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চলতি জুন মাসের মধ্যেই বিতরণ করবেন।
Discussion about this post