রাজধানীর চাঁনখারপুলে ৫০০ শয্যাবিশিষ্ট শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে করোনা রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২৭ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে ইনস্টিটিউটটির অষ্টম ও নবম তলায় দু’টি ওয়ার্ডে রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়।
ঢাকা মেডিক্যাল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত তিনজন রোগী ভর্তি করানো হয়েছে। আস্তে আস্তে আরও ভর্তি করানো হবে।
ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ইনস্টিটিউটটিতে করোনা রোগীদের চিকিৎসা দিতে আমাদের ডাক্তার, নার্সসহ স্টাফরা প্রস্তুত আছে। মূলত ঢাকা মেডিক্যালের অধীনেই এখানে করোনা রোগীদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হবে। ওয়ার্ড ও কেবিনসহ আনুমানিক ১০০ কোভিড রোগীকে প্রথম পর্যায়ে ভর্তি করে চিকিৎসা দেওয়া হবে। ভর্তির সংখ্যা আস্তে আস্তে বাড়বে।
Discussion about this post