আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন সবাই ? আজ আপনাদের জন্য একটি চমৎকার জিনিস নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা আজ আমরা দেখব কিভাবে আমরা লেবু থেকে বিদ্যুৎ তৈরি করতে পারি । তাহলে চলুন দেখি কি করতে হবে –
কি দরকার
- তামার পাত বা মোটা তামার তার।
- দস্তার পাত বা নতুন দেউতিন কেটে পাত বানিয়ে নেয়া।
- রসালো লেবু।
- ছুরি বা কাটার।
- বৈদ্যুতিক তার।
- টর্চ লাইট বাল্ব।
কি করতে হবে
- প্রথমে মোটা তামার তার ও দেউটিনের পাতকে ভালভাবে পরিস্কার করে নিন।
- এরপর একটি লেবু নিয়ে লেবুর এক প্রান্তে মোটা তামার তার ও অন্য প্রান্তে টিনের পাত ভালোভাবে গভীরে প্রবেশ করান।
- এখন বৈদ্যুতিক তার মোটা তামার তারের সাথে ও আরেকটি তার টিনের পাতের সাথে যুক্ত করুন। এখানে তামার পাত ধনাত্মক ও টিনের ঋণাত্মক প্রান্ত হিসেবে বিবেচিত হবে।
- এখন বৈদ্যুতিক তারের প্রান্ত দুটিকে বাল্বের সাথে যুক্ত করুন। এক্ষেত্রে বাল্ব নাও জ্বলতে পারে কারন এতে খুব অল্প পরিমান বিদ্যুৎ উৎপন্ন হয়।
- এবার সমান আকারের চারটি লেবু নিন বা একটি লেবুকে কেটে চারটি ভাগ করে নিন এবং প্রত্যেকটির সাথে দুই প্রান্তে তামা ও টিনের পাত যুক্ত করুন।
- এখন একটি লেবুর তামার পাতের সাথে অন্য লেবুর টিনের পাত বৈদ্যুতিক তারের মাধ্যমে যুক্ত করুন।
- এরপর বাল্বের সাথে যুক্ত করুন।দেখবেন বাল্বটি জ্বলে উঠবে।
মূল্যবান কথা
- তামার পাত ও দস্তার পাত যত ভাল ও পরিস্কার হবে কাজ তত ভাল হবে।
- লেবু যত রসালো হবে কাজ তত ভাল হবে।
- দেউতিনের উপর দস্তার প্রলেপ দেয়া থাকে তাই টিনের পাত কেটে টা দস্তার পাত হিসেবে ব্যাবহার করা হয়েছে ।
বিশেষ দ্রষ্টব্য : এভাবে চারটি লেবু থেকে ৩ ভোল্ট বা তার বেশি বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। বেশি পরিমাণ লেবু ব্যাবহার করে ও উন্নত পাত ব্যাবহার করে বেশি বিদ্যুৎ উৎপন্ন করা যাবে যা দিয়ে মোবাইল এর ব্যাটারি চার্জ দেয়া সম্ভব হবে।
Discussion about this post