নিজস্ব প্রতিবেদক
ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুন) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে আগে ফেল করলেও পুনঃনিরীক্ষায় ১০৫ জন পাস করেছে। ফেল করা কেউ নতুন করে জিপিএ-৫ পায়নি। তবে বিভিন্ন গ্রেডে পাস করা অনেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছে।
প্রতিবছরের মতো এবারও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পুনঃনিরীক্ষার ফল পাওয়া যাচ্ছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে সকল বোর্ড এর ফলাফল একই দিনে প্রকাশ করা হলেও পুনঃনিরীক্ষার ফল একই সময়ে প্রকাশ করা হয় না।
ঢাকা বোর্ডের প্রকাশিত ফল অনুযায়ী, পুনঃনিরীক্ষণে ঢাকা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১০৫ জন শিক্ষার্থী। নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৯৯ জন। মোট দুই হাজার ১৯৬ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বছর ঢাকা বোর্ডের ৫৭ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন।
পুনঃনিরীক্ষার ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।
গত ৩১ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর দিন ১ জুন থেকে যারা প্রত্যাশিত ফলাফল আসেনি তাদেরকে ৭ জুন পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ দেওয়া হয়।
Discussion about this post