নিজস্ব প্রতিবেদক
পিটিআই ইন্সট্রাক্টরদের পদোন্নতির পথ আরও সুগম হল। প্রতিটি পিটিআইয়ের জন্য আরও একজন করে সহকারী সুপার পদ সৃষ্টির প্রস্তাব সচিব কমিটিতে অনুমোদন পেয়েছে। পিটিআই ইন্সট্রাক্টররা এ পদে পদোন্নতি পাবেন। ফলে, ফলে তাদের পদোন্নতির সুযোগ বাড়ল।
বৃহস্পতিবার (২ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, পিটিআইগুলোতে একজন করে সহকারী সুপারের পদ আগে থেকেই ছিল। কিন্তু প্রতিষ্ঠানগুলোর কর্মক্ষমতা বৃদ্ধির জন্য আরও একজন সহকারী সুপারের পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছিল।
গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, পিটিআইগুলোতে আরও একজন সহকারী সুপারের পদ সৃষ্টির প্রস্তাব আজ সচিব কমিটিতে অনুমোদন হয়েছে। এ পদে পিটিআই ইন্সট্রাক্টরদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেয়া হবে। ফলে, পিটিআইগুলোতে কর্মরত ইন্সট্রাক্টরদের পদোন্নতির সুযোগ আরেক দফা বাড়ল।
Discussion about this post