অনলাইন ডেস্ক
প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণ, সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতনতা এবং ভার্চুয়াল মাধ্যমে পারিবারিক বন্ধন সদৃঢ় করার পাশাপাশি সাইবার নিরাপত্তায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে রোটারিয়ানরা।
বৃহস্পতিবার(২ জুলাই) রাতে ভার্চুয়াল মাধ্যমে রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকার ২৯তম অভিষেক অনুষ্ঠান উদযাপন অনুষ্ঠানে এই আগ্রহ প্রকাশ করেন তারা।
এ লক্ষ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি মোস্তাফা জব্বারের সহযোগিতায় চেয়েছেন নতুন কমিটির সেক্রেটারি মুন্তাসির মামুন।
তার আহ্বানে সাড়া দিয়ে সবাইকেই প্রাথমিক শিক্ষার ডিজিটাল রূপান্তরে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। পরামর্শ দিয়েছেন, তরুণদের প্রযুক্তি ব্যবহারে সচেতনতার মাধ্যমে সঠিক নেতৃত্ব গঠনের প্রতি। তা করা না হলে ২০৩১ সালের পর ডেমোগ্রাফিক ডেভিডেন্ড না হয়ে, ডিজাস্টার নেমে আসতে পারে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এসও এস ফান্ড থেকে ১০০০ স্কুল ডিজিটাল রূপান্তরে কাজ করছে জানিয়ে ভার্চুয়াল এই অভিষেক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জাব্বার বলেন, করোনাকালে আমরা ডিজিটাল জীবনধারার মধ্যে বসবাস করছি। এখন আমাদের ব্যাংক অনলাইন হয়েছে। মোবাইল ফাইন্যান্সে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।
এসময় নতুন কমিটির চেয়ারম্যান এম নুরুল আমিন, প্রেসিডেন্ট মাহবুব রুমা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান রুবায়াত হোসাইন এবং গেস্ট অব অনার রোটারিয়ান এম এ ওহাব ডিবিএন। উপস্থিত ছিলেন ঢাকা সেন্ট্রাল প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঢাকা উত্তর-দক্ষিণের ডিস্ট্রিক্ট চিফ অ্যাডভাইজার পিডিজি প্রফেসর জালাল ইউ আহমেদ, রোটারিয়ান টি আই এম নুরুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post