বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
করোনা ভাইরাস পরিস্থিতিতে মেস মালিকদের কাছে দীর্ঘদিন ধরে ভাড়া শিথিলের দাবি জানিয়ে আসছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের(খুবি) সাধারণ শিক্ষার্থীরা। এর মধ্যেই এক শিক্ষার্থীকে বিভিন্ন রকম হুমকিসহ নানা ভয়ভীতি দেখিয়ে মেস ছাড়তে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী গত ১ জুলাই নগরীর হরিণটানা থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার্থী।
এ দিকে অভিযোগের ব্যাপারে মেস মালিক কবির মোল্লা বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ভাড়ার ব্যাপারে শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করেই সব ঠিক করা হয়েছে। কাউকে কোনো রকম হুমকি দেওয়া হয়নি।
Discussion about this post