বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর মিজানুর রহমানের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ওঠায় তাকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির পরিচালক পদ থেকে অব্যাহতি ও তদন্ত কমিটি গঠিত হয়েছে। ওই শিক্ষকের ফোনালাপের অডিও ক্লিপ ফাঁস হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রতিবাদের ঝড় ওঠে।
তোপের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রফেসর মিজানুর রহমানকে টিএসসির পরিচালক পদ হতে অব্যাহতি এবং তাঁর বিরুদ্ধে কেন চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে না সেই মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর বিষয়টি নিশ্চিত করছেন।
বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ইংরেজী বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমান ও এক নারী শিক্ষার্থীর মধ্যে কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে। প্রফেসর রহমান ও নারী শিক্ষার্থীর মধ্যে অশ্লীল ও আপত্তিকর কথাবার্তা হয়েছে তা শিক্ষক হিসেবে নৈতিক স্খলনের শামিল।
যাতে শিক্ষক সমাজ সহ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি এবং শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যকার সম্পর্কের পবিত্রতা ক্ষুণ্ন হয়েছে। ওই শিক্ষককে টিএসসিসির পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধি মোতাবেক তাঁর বিরুদ্ধে কেন চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য অনুরোধ করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.রাশিদ আসকারী বলেন, ব্যাপারটি নিয়ে ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গৃহীত হবে।
Discussion about this post