নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হয়েছেন। গতকাল রবিবার (৫ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে তাকে পদোন্নতি দেওয়া হলেও আগের দপ্তরেই বহাল রাখা হয়েছে। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এর আগে ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করে মো. আকরাম-আল-হোসেনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ দেয় সরকার।
বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা ১৯৮৮ সালে সহকারি কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে চাকুরিতে যোগদান করেন।
উল্লেখ্য, ২০১২ সালে সিনিয়র সচিব পদ চালু করে সরকার। ক্যাটাগরি অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবদের পরেই সিনিয়র সচিবদের অবস্থান। বর্তমান বেতন কাঠামোতে সচিব মুখ্য সচিব এবং সিনিয়র সচিবদের জন্য বিশেষ স্কেল রাখা হয়েছে।
Discussion about this post