নিজস্ব প্রতিবেদক
জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ উন্নয়নে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। যেসব শিক্ষার্থী ২০১৯ খ্রিষ্টাব্দের জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ২০২০ খ্রিষ্টাব্দের জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ উন্নয়ন করতে চান, তারা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এছাড়া ২০১৯ খ্রিষ্টাব্দের জেডিসি পরীক্ষায় ১ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন নবায়ন করে ২০২০ খ্রিষ্টাব্দের জেডিসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বোর্ডে রেজিস্ট্রেশন নবায়নের আবেদন করতে পারবেন। মাদরাসা শিক্ষা বোর্ড প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
জানা গেছে, এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নবায়ন করে ২০২০ খ্রিষ্টাব্দের জেডিসি পরীক্ষায় এক বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষার্থীদের বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার বরাবর ৫০ টাকা ব্যাংক ড্রাফট করে মূল রেজিস্ট্রেশন কার্ডসহ ৩০ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডে রেজিস্ট্রেশন নবায়নের আবেদন করতে হবে।
এছাড়া ২০১৯ খ্রিষ্টাব্দের জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও জিপিএ উন্নয়নে ইচ্ছুক শিক্ষার্থীরা জিপিএ উন্নয়নের সুযোগ পাচ্ছেন। ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ সকল শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানের প্রধান বরাবর সাদা কাগজে জিপিএ উন্নয়নের আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।
Discussion about this post