অনলাইন ডেস্ক
বাংলাদেশে কভিড-১৯ এর সংক্রমণ কমতে শুরু করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে। গত পাঁচ দিনের করোনা আক্রান্তের তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য দিয়েছে বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস ট্র্যাকার।
গতকাল সোমবার (৬ জুলাই) সংক্রমণের শীর্ষে থাকা বিশ্বের ২০টি দেশের প্রবণতা তুলে ধরেছে জনস হপকিন্স ইউনিভার্সিটির করোনা ট্র্যাকার। তাদের ট্র্যাকার অনুযায়ী বাংলাদেশে আক্রান্ত ও মৃত্যুহার দুটিই নিম্নগামী হয়েছে।
বাংলাদেশের পাশাপাশি রাশিয়া, চিলি, যুক্তরাজ্য ও মিসরে করোনার প্রকোপ নিম্নমুখী। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, মেক্সিকো, পেরু, ইরান, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, ইরাক, পাকিস্তান, বলিভিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, ইকুয়েডর এবং আর্জেন্টিনায় সংক্রমণের প্রকোপ ঊর্ধ্বমুখী।
দেশে করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে এখন পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ৪১৭ জন করোনায় আক্রান্ত এবং ২ হাজার ৫২ জন মারা গেছেন। জনস হপকিন্সের তথ্যচিত্র অনুযায়ী বাংলাদেশে স্থানীয় সংক্রমণের ১৪, ১৫, ১৬ ও ১৭তম সপ্তাহজুড়ে আক্রান্ত ও মৃত্যু সমান্তরালভাবে চূড়ায় ওঠে। ১৮তম সপ্তাহে এসে এ দুটির রেখাচিত্র নিম্নমুখী হতে শুরু করে।
Discussion about this post