করোনায় ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন শিক্ষকরা প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। বুধবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করে তারা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কো-চেয়ারম্যান মো. আব্দুল্লাহ বাকি, ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মাজেদ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম অনিক, শিক্ষা সম্পাদক আব্দুল আলিম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। অবস্থান কর্মসূচিতে শতাধিক কিন্ডারগার্টেন শিক্ষকরা অংশগ্রহণ করেন।
অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কো-চেয়ারম্যান মো.আব্দুল বাকি বলেন, করোনায় মহাদুর্যোগে পড়েছেন দেশের লাখ লাখ কিন্ডারগার্টেন শিক্ষকরা। কোনো আয় না থাকায় পরিবার নিয়ে অতিকষ্টে জীবনযাপন করছেন। এই দুর্যোগে শিক্ষকদের বাঁচাতে প্রধানমন্ত্রীর অনুদান চাই।
অবস্থান কর্মসূচিতে ১০ দফা দাবি পেশ করেন শিক্ষকরা। শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, শিক্ষা উদ্যোক্তাদের জন্য প্রণোদনা বা সহজ শর্তে ঋণ দেয়া, করোনা সংকটে দুর্ভোগ পড়া কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের জন্য বিশেষ অনুদান দেয়া, কর্মহীন হয়ে পড়া কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক পরিবারকে বাঁচাতে প্রধানমন্ত্রীর সহায়তা, ৬ লাখ শিক্ষিত বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী কিন্ডারগাটের্ন স্কুলগুলোকে টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা, শিক্ষকদের অর্থ কষ্ট লাঘবে সরকারি প্রণোদনা, কেজি স্কুলকে সহজ প্রক্রিয়া নিবন্ধন দেয়া, কিন্ডারগার্টেন স্কুলের সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করা, প্রাথমিক শিক্ষায় অতুলনীয় অবদানের জন্য কিন্ডারগার্টেনকে গুরুত্ব দেয়া এবং যেকোন আপতকালীন সংকট মোকাবেলায় সহযোগীতা দেয়া।
Discussion about this post