অনলাইন ডেস্ক
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, অনুকরণ নয়, জনগণের প্রয়োজনেই দেশে ব্লকচেইন, আইওটি অথবা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এবং রোবটিকসের মতো অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে । তবে জনঘনত্বের বিবেচনায় সতর্কতা অবলম্বন করা হবে চালকহীন গাড়ি এবং রোবট ব্যবহারে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত ‘ডিজিটাল ট্রান্সফর্মেশন অ্যান্ড ব্লকচেইনের বাস্তবায়ন’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
এসময় মন্ত্রী আরো বলেন, আমাদের পরিস্থিতিটি এমন নয় যে, আমরা কারো কাছ থেকে কিছু প্রযুক্তি কপি করছি এবং এখানে ব্যবহার করিছি। আমাদের নাগরিক ভিন্ন উপায়ে চিন্তা করে, তাদের আলাদা জীবনধারা রয়েছে। আমরা যদি কোনো কিছু গ্রহণ করি তা প্রয়োজন বশত, এটাই পরে অভ্যাসে পরিণত হয়। এ কারণেই গ্রামেও এমন শ্রমিক খুঁজে পাওয়া দুস্কর হবে যিনি মোবাইলে আর্থিক সেবা ব্যবহার করেন না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্সের (উইটসা) সেক্রেটারি জেনারেল ড. জেমস এইচ পয়েজ্যান্ট।
বাংলাদেশ কম্পিউটার সমিতির উপদেষ্টা সাফকাত হায়দারের সঞ্চালনায় ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইবিএম এর ব্লকচেইন বিভাগের গ্লোবাল এক্সিকিউটিভ মি. হেরানশাহ।
এছাড়া মূল প্রবন্ধের ওপর বক্তব্য রাখেন, আইবিএম সিঙ্গাপুরের এশিয়া প্যাসিফিকের প্রধান নির্বাহী মি. ম্যাট কাদ্দুর, অস্ট্রেলিয়ার স্কাই ভিউ অ্যান্ড কন্টেইনারেজের সিটিও মি. ডি জে বিদেশী এবং দ্য কম্পিউটারর্স লিমিটেডের পরিচালক আতিক ই রাব্বানী।
Discussion about this post