ক্রীড়া ডেস্ক
অধিনায়ক হিসেবে মাহেন্দ্র সিং ধোনি কেমন? দলনেতা হিসেবে তার সফলতাই বা কতোটুকু? সতীর্থদের কাছে কতোটা প্রিয় ধোনি? সাবেক ভারতীয় অধিনায়ক হার্ডহিটার ব্যাটসম্যান ধোনিকে নিয়ে এমন কৌতূহল থাকা হয়তো অস্বাভাবিক নয়।
‘ক্যাপ্টেন কুল’ হিসেবে স্বীকৃত ধোনিকে সব সমস্যার সমাধানদাতা হিসেবে অভিহিত করেছেন সাবেক সতীর্থ যুজবেন্দ্র চাহাল। অধিনায়ক হিসেবে ধোনির কাছেই সব সমাধান মিলতো বলে জানান এই স্পিনার।
ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে স্পিনার চাহাল বলেন, ‘ধোনি ঠান্ডা মাথার ক্যাপ্টেন। পরিস্থিতি মোকাবিলায় তার ভূমিকা অন্যতম। তার হাত ধরে অনেক সফলতা এসেছে আমাদের। বিশেষ করে ২০১১ বিশ্বকাপ জয়ে ভূমিকা অনেক। ম্যাচ চলাকালীন বোলারদেরও নানা পরামর্শ দিয়ে থাকেন ধোনি। বোলিং খারাপ হলে টিপসও দিতেন তিনি।
চাহাল আরও বলেন, কুলদিপ যাদব এবং আমার জন্য সমাধানের সব সূত্র পেতাম অধিনায়ক ধোনির কাছে। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে একবার পাঁচ উইকেট নিয়েছিলাম। তবে এক প্রান্তে জেপি ডুমিনি চড়াও হয়ে ব্যাট করছিলেন। কিন্তু ধোনির পরামর্শেই তাকে আউট করতে পেরেছিলাম।
অধিনায়ক হিসেবে ধোনির সফলতার পাল্লায় আছে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, ২০০৮ সালে বর্ডার গাভাস্কার ট্রফি, ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়, ২০১০-এ এশিয়া কাপ, ২০১১ বিশ্বকাপ এবং ২০১৩ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। এই জয় দিয়ে প্রথম অধিনায়ক হিসেবে আইসিসির তিনটি ট্রফিই জিতেছেন ধোনি।
এছাড়া ২০০৯ থেকে ২০১১ আগস্ট পর্যন্ত টেস্ট র্যাঙ্কিংয়ে ভারত প্রথমবারের মতো এক নম্বরে ওঠে তার অধীনেই।
Discussion about this post