বিশ্বের নামকরা কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোয় লেখাপড়া করার স্বপ্ন কার না থাকে? এসব প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা গ্রহণের ফলে মানুষের চিন্তা-চেতনা, বিচার-বিবেচনা ও রুচিবোধে যেমন পরিবর্তন আসে, তেমনি সবার কাছ থেকে মেলে সম্মান ও প্রশংসা। ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়ায় পড়াশোনার মান এখন আকাশছোঁয়া। শিক্ষাব্যবস্থা ও গুণগত মানের দিক দিয়ে বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যেই রয়েছে অস্ট্রেলিয়া। প্রতিবছর লাখ লাখ শিক্ষার্থী লেখাপড়ার জন্য সে দেশে পাড়ি জমাচ্ছেন।বিদেশে উচ্চশিক্ষার আশা নিয়ে অনেক শিক্ষার্থীই দেশের বাইরে পড়াশোনার সুযোগ খোঁজেন। বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করা বেশ জনপ্রিয়। তবে শুধু বাংলাদেশে নয়, উচ্চশিক্ষা গ্রহণের দিক থেকে অস্ট্রেলিয়া বর্তমানে বিশ্বের তৃতীয় জনপ্রিয়তম দেশ। বিশ্বের শীর্ষ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে অস্ট্রেলিয়ায়। তুলনাম‚লক অন্যান্য সমমানের দেশের তুলনায় কম খরচে এমন শান্তিপ‚র্ণ একটি দেশে মানসম্মত শিক্ষার কারণে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে দেশটি প্রতিবছর হাতছানি দেয় হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থীকে। তবে অস্ট্রেলিয়ায় পড়তে আসার আগে কয়েকটি গুরুত্বপ‚র্ণ দিক খেয়ালে রাখতে হবে।
উচ্চ শিক্ষায় কেন অস্ট্রেলিয়া?
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর সাতটিই অস্ট্রেলিয়ায়। এ ছাড়া অস্ট্রেলিয়া জুড়ে আরও রয়েছে ৪১টি বিশ্ববিদ্যালয়সহ ১ হাজার ১০০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান। যেখান থেকে অনায়াসেই উচ্চশিক্ষা নিতে পারবেন পড়ুয়ারা। অন্যদিকে মেধাবী শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় আছে শিক্ষাবৃত্তির সুযোগ। বিদেশি শিক্ষার্থীদের জন্য সেদেশের সরকার প্রতিবছর ২৫ কোটি ডলার পর্যন্ত শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। আর এসব সুবিধা ছাড়াও উচ্চডিগ্রি অর্জনের পর সেখানে একটি ভালো চাকরির পাশাপাশি স্থায়ীভাবে বসবাসের সুযোগ তো থাকছেই।তাই বিশ্বের নানা দেশ থেকে শিক্ষার্থীরা ভিড় করছে এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্যও দেশটিতে অপেক্ষা করছে তাদের বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং উন্নত শিক্ষার পরিবেশ।
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার যোগ্যতা:
অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এ-লেভেল/এইচএসসিতে এবং স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির জন্য স্নাতক পরীক্ষায় ভালো ফল থাকতে হবে। রেজাল্ট একটি গুরুত্বপ‚র্ণ বিষয়, তারপরও মনে রাখতে হবে উচ্চশিক্ষার জন্য বরাবরই ইংরেজিতে ভালো হওয়াটা অবশ্যক। আইইএলটিএস এ ব্যান্ড স্কোর ৭ হলে বেশ ভালো অফার পাওয়া যায়। উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া খুবই বৈচিত্রপ‚র্ণ। কারণ এখানে একদিকে যেমন মাস্টার্স এবং পিএইচডিতে প্রচুর বৃত্তির সুযোগ আছে, পাশাপাশি স্নাতক/আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে অনেক বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।
বিশেষত: প্রকৌশলের বিষয়, নার্সিং, অ্যাকাউন্টিং, পাবলিক হেলথ, কেমিস্ট্রি, ফিজিওথেরাপি- এসব বিষয়ে খুবই মানসম্পন্ন পড়াশোনা এবং পরবর্তী সময়ে ভালো চাকরির সুযোগ রয়েছে এখানে।অস্ট্রেলিয়ায় লেখাপড়ার আরেকটি বিশেষ দিক হলো এখানকার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলো অনেক সমৃদ্ধ। তাদের আর্কাইভের বই ছাড়াও লাইব্রেরিতে অনলাইনের মাধ্যমে সারা বিশ্বের সব লাইব্রেরির বই পড়তে পারবেন শিক্ষার্থীরা। এ ছাড়া প্রত্যেক শিক্ষার্থী তার পড়াশোনা ও গবেষণার সুবিধার্থে বিশ্বের নামিদামি জার্নাল ও পত্রপত্রিকাগুলোতেও ইন্টারনেটের মাধ্যমে অবাধে গমন করতে পারেন।
আবেদনের নিয়মাবলী:
শিক্ষাগত যোগ্যতা
ক) শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ঝঃঁফবহঃ দের টহফবৎমৎধফঁধঃব থেকে উড়প. উবমৎবব ঈবৎঃরভরপধঃব থাকলে সে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যেতে পারে। সেক্ষেত্রে ওঊখঞঝ অবশ্যই লাগবে। টহফবৎমৎধফঁধঃব এর ক্ষেত্রে ন্য‚নতম ওঊখঞঝ স্কোর ৫.০ এর ক্ষেত্রে এবং চড়ংঃ মৎধফঁধঃব এর ক্ষেত্রে ন্য‚নতম ওঊখঞঝ স্কোর ৬.০ প্রয়োজন।
খ) ঝপযড়ড়ষ শিক্ষার্থীদের জন্য ঙ/অ খবাবষ ঈবৎঃরভরপধঃব থাকলে ওঊখঞঝ দরকার হয় না।
স্পাউস
শিক্ষার্থীদের ক্ষেত্রে স্পাউসসহ আবেদন করা যায়।
স্কলারশিপ
সাধারণত উচ্চ শিক্ষার ক্ষেত্রে ঝপযড়ষধৎংযরঢ় (ভঁষষ) পাওয়ার জন্য তাকে বিশ্ববিদ্যালয় থেকে এৎধফঁধঃরড়হ পড়সঢ়ষবঃব করে আবেদন করতে হবে।
সাধারণত স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়ায় প্রায় ৫% শিক্ষার্থী যেতে পারে।
অস্ট্রেলিয়ায় পার্ট টাইম জব
পড়া-লেখার পাশাপাশি সপ্তাহে ২০ ঘন্টা পার্ট টাইম চাকরির সুযোগ রয়েছে। পার্ট টাইম জব করে একজন ছাত্র তার খরচ চালাতে পারে।ঊহমরহববৎরহম, গইঅ, অঈঈঅ এবং ঐবধষঃয ংঃঁফু ইত্যাদি কোর্সগুলো ভাল চাকুরী পাওয়ার ক্ষেত্রে সহায়ক হয়।
অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাস সুবিধা
অন্য রাষ্ট্র্রের তুলনায় এখানে সহজে চজ (চবৎসধহবহঃ জবংরফবহপব) এর সুযোগ থাকে। ঝঃঁফবহঃং এৎধফঁধঃরড়হ ঈড়সঢ়ষবঃব করার পর সে চজ এর জন্য আবেদন করতে পারে। সেক্ষেত্রে জবংঁষঃ যদি ভাল থাকে তাহলে সরকার তাকে চজ করে নিতে পারে।সাধারণত অঈঈঅ, খখই, গইঅ, অফাধহপবফ ফরঢ়ষড়সধ, ঐবধষঃয ংঃঁফবহঃ এবং ঊহমরহববৎরহম ডিগ্রি অর্জনকারীদের চজ পেতে সুবিধা হয়।
Discussion about this post