অনলাইন ডেস্ক
সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী পাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফরওয়ার্ড মারকাস রাশফোর্ড।
শিশু দারিদ্র্য দূরীকরণে ক্যাম্পেইন চালিয়েছেন ইংল্যান্ডের এই তারকা ফুটবলার। মহতী এই কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে রাশফোর্ডকে সম্মানসূচক ডক্টরেট খেতাব প্রদান করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
২২ বছরের রাশফোর্ড সরকারের হয়ে শিশুদের জন্য ক্যাম্পেইন চালিয়ে গেছেন। যাতে গ্রীষ্মকালীন ছুটিতে ইংল্যান্ডের ১.৩ মিলিয়ন শিশু ফ্রি স্কুল মিল ভাউচার পায়। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুরস্কার হিসেবে সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করতে চলেছে।
সুখবর পেয়ে খুশিতে আত্মহারা এ ইংলিশ স্ট্রাইকার বলেন, আমার ও আমার পরিবারের জন্য গর্ব করার মতো দিন এটি।
ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে এর আগে এই সম্মাননা পেয়েছেন ইউনাইটেড কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন ও স্যার ববি চার্লটন।
Discussion about this post