নিউজ ডেস্ক
না ফেরার দেশে চলে গেলেন বিজ্ঞানী, গবেষক, জনপ্রিয় বিজ্ঞান লেখক ও সংগঠক অধ্যাপক ড. আলী আসগর। বৃহস্পতিবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।ড. আলী আসগর গণবিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল ফিজিক্স ও বায়ােমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান ছিলেন।
একসময় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের প্রফেসর ও প্রকৌশল অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।জমাট পদার্থ, চৌম্বক বস্তু, মেডিক্যাল ফিজিক্স ও বায়ো ম্যাগনেটিজম তাঁর নির্বাচিত গবেষণার বিষয়। তার শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে প্রসিডিংস রয়্যাল সােসাইটি, ফিজিক্যাল রিভিউ, ফিজিক্যাল রিভিউ লেটার্স, জার্নাল অব ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়্যালস, ফিজিকা, গার্মোকেমিকা অ্যাকটা, জার্নাল অব অ্যালয়েজ অ্যান্ড কম্পাউন্ড, নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন, ইন্ডিয়ান জার্নাল অব ফিজিক্স, বাংলাদেশ জার্নাল অব ফিজিক্স, জার্নাল অব বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্সেস প্রভৃতি আন্তর্জাতিক ও দেশীয় জার্নালে।
গবেষণা ও শিক্ষকতার পাশাপাশি বিজ্ঞান গবেষণার পরিবেশ সৃষ্টি, উদ্ভাবনমূলক বিজ্ঞানচর্চার আন্দোলন গড়ে তোলা এবং বিজ্ঞানকে জনবােধ্য ও জনপ্রিয় করার লক্ষ্যে নানা প্রাতিষ্ঠানিক আয়োজন ও প্রকাশ মাধ্যমের ব্যবহারে তার মেধা ও মননকে প্রয়ােগ করেছেন।
গবেষণা-ল্যাবরেটরি ও বিজ্ঞান ক্লাব গড়ে তােলার পাশাপাশি রেডিও, টেলিভিশন, সেমিনার, ওয়ার্কশপ, ম্যাগাজিন, দৈনিক পত্রিকা- সব মাধ্যমকেই দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন বিজ্ঞানমনস্কতা ও বিজ্ঞান চর্চার অনুকূল পরিবেশ সৃষ্টিতে। বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষা বিষয়ে তার কয়েকশ প্রবন্ধ ও বিশটির মতন বই প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্সস-এর ফেলাে এবং বাংলাদেশ জার্নাল অব ফিজিক্স-এর চিফ এডিটর ছিলেন।সর্বস্তরে বিজ্ঞানকে জনপ্রিয় করতে বিজ্ঞান বিষয়ক একাধিক বই লিখেছেন তিনি।
এর মধ্যে রয়েছে সময় প্রসঙ্গে, ভাষা ও বিজ্ঞান, বিজ্ঞান প্রতিদিন, বিজ্ঞানের বিচিত্র জগত থেকে, বিজ্ঞানের মজার প্রজেক্ট, বিজ্ঞান ও সমাজ, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের পথে, পরিবেশ ও বিজ্ঞান, বিজ্ঞানের দিগন্তে, বিজ্ঞান আন্দোলন উল্লেখযোগ্য।
Discussion about this post