ক্রীড়া ডেস্ক
এক ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা জিতে নেয়ায় উচ্ছ্বসিত রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। রিয়ালের জার্সিতে খেলোয়াড় এবং কোচ দুই পরিচয়েই শিরোপার স্বাদ পাওয়ায় আনন্দের মাত্রা আরও বেড়ে গেছে জিদানের।
তবে, প্রথম দফায় নয়টির সঙ্গে এবারের দুটি মিলিয়ে ১১টি শিরোপার কোনটিকেই এগিয়ে রাখতে নারাজ তিনি। বরং প্রত্যেকটি শিরোপাই অনেক বেশি গুরুত্বপূর্ণ জিজু’র কাছে।
শিরোপা জয়ের পর জিদান বলেন, ‘এটা অবিশ্বাস্য। অসাধারণ। ৩৮ রাউন্ডের প্রতিটি ম্যাচই অনেক গুরুত্বপূর্ণ ছিলো। দিনশেষে এখন আমরা চ্যাম্পিয়ন। এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না। আমি ফুটবলার হিসেবে এ জার্সিটা পড়েছি। শিরোপাটাও জিতেছি। কোচ হিসেবে আনন্দটা একটু আলাদা, তবে কম বেশি কিছু বলতে পারবো না। শিরোপা জয় সব সময়ই আনন্দের। আগের ৯টা কিংবা এবারের ২টাকে আলাদা করার কিছু নেই। প্রতিটিই আমাদেরকে আরও বেশি জেতার জন্য তাড়িত করেছে। আমি আমার ফুটবলারদের ধন্যবাদ জানাই। তাদের পারফরম্যান্সের কারণেই, সব সম্ভব হয়েছে। তবে, এখনই থামতে চাই না। সামনে ইউসিএল বাকি আছে। সেটাও জিততে চাই।’
Discussion about this post