নিউজ ডেস্ক
চট্টগ্রামের সলিমপুরের ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে পরিদর্শনে আসেন তারা। এ সময় ফিল্ড হাসপাতালে অনুদানও দেন বিপ্লব বড়ুয়া।
ফিল্ড হাসপাতালের সিইও ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, তারা দুপুরে হাসপাতাল পরিদর্শনে এসেছেন এবং আর্থিক সহায়তা দিয়েছেন। এ ছাড়াও হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় আর্থিক সহায়তার পাশাপাশি চিকিৎসাসামগ্রী দিয়ে হাসপাতালকে সহায়তা করছেন।
গত ২১ এপ্রিল চট্টগ্রামে প্রথম ফিল্ড হাসপাতাল চালু করা হয়। এখন পর্যন্ত দেড় হাজারের বেশি রোগী এ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
Discussion about this post