নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে ২০২০-২০২১ অর্থ বছরের জন্য রাজস্ব ও উন্নয়ন মিলিয়ে ৫৫৬ কোটি ৯৯ লাখ ৮৩ হাজার টাকার বাজেট অনুমোদন দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২২তম অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক নোমান উর রশীদ ওই পাজেট পেশ করেন। আলোচনার পর সিনেট তা গ্রহণ করে অনুমোদন করে।
আজ শনিবার (১৮ জুলাই) জুম অ্যাপসের মাধ্যমে এ অধিবেশন অনুষ্ঠি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেটের চেয়ারম্যান প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
এছাড়াও অধিবেশনে বার্ষিক বাজেট, বার্ষিক প্রতিবেদন, গত অধিবেশনের কার্যবিবরণী, নতুন দপ্তর ও পদ সৃষ্টি অনুমোদন হয়।
Discussion about this post