নিজস্ব প্রতিবেদক
মাদরাসার আরও ৪৬০ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুরাতন এমপিওভুক্ত মাদরাসাগুলোতে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী এবং নতুন এমপিওভুক্ত মাদরাসার পেন্ডিং থাকা আবেদনের ভিত্তিতে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাদরাসার এমপিও কমিটি। আর ৭৫ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর সহকারী অধ্যাপক স্কেল পাচ্ছেন ১৬ জন শিক্ষক।
মঙ্গলবার (২০ জুলাই) ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাদরাসার এমপিওর কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র থেকে আরো জানা যায়, সভায় এমপিওভুক্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত মাদরাসাগুলোর এবং ইতোমধ্যেই এমপিওভুক্ত মাদরাসাগুলোতে বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পেন্ডিং এমপিও আবেদন নিষ্পত্তি করা হয়। করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন আরও ৪৬০ শিক্ষককে এমপিওভুক্ত করে ইনডেক্স দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সূত্র আরও জানান, ৭৫ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আর সহকারী অধ্যাপক স্কেল পাবেন ১৬ জন শিক্ষক।
Discussion about this post