নিজস্ব প্রতিবেদক
বিএড স্কেল পাওয়ার ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা। আর বিএড স্কেল শিক্ষাগত ডিগ্রির জন্য অর্জিত হলেও এখন থেকে উচ্চতর গ্রেড হিসেবে গণ্য হবে। তবে, শিক্ষকরা চাকরিতে দুইটির বেশি উচ্চতর গ্রেড পাবেন না। এসব তথ্য জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পাঠানো স্পষ্টীকরণ চিঠির জবাব দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তাই, এমপিও নীতিমালায় শিক্ষকদের দুইটি উচ্চতর গ্রেড পাওয়ার কথা বলা হলেও দ্বিতীয় উচ্চতর গ্রেড নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে স্পষ্টীকরণ চিঠিটি অগ্রায়ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে শিক্ষকদের উচ্চতর গ্রেড দেয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
১০ বছর পূর্তিতে শিক্ষকদের উচ্চতর গ্রেড দেয়ার আদেশ জারি করা হলেও বিএড স্কেলপ্রাপ্ত শিক্ষকরা উচ্চতর গ্রেড পাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। কারণ অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো প্রথম স্পষ্টীকরণে বলা হয়েছিল, ‘কোনো শিক্ষক পদোন্নতি বা টাইম স্কেল বা উচ্চতর স্কেল না পেয়ে থাকলে তিনি চাকরির ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাবেন’। তবে যোগদানের পর অনেক শিক্ষকই বিএড স্কেল পেয়েছেন। তাই, কেউ কেউ বলছেন বিএড স্কেল প্রাপ্ত শিক্ষকরা বিএড স্কেল পাওয়ার ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাবেন। আবার কেউ কেউ বিএড স্কেলপ্রাপ্তরা উচ্চতর গ্রেড পাবেন না। এসব বিভ্রান্তি দূর করতে আর বিএড স্কেলপ্রাপ্ত শিক্ষকদের উচ্চতর গ্রেড দেয়া নিয়ে মাঠপর্যায়ে সৃষ্ট জটিলতা নিরসনে গত ২২ জুন অর্থ মন্ত্রণালয়ের কাছে ফের স্পষ্টীকরণ নির্দেশনা চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন আজ (মঙ্গলবার) বিকেলে জানান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে সে চিঠির জবাব এসেছে। স্পষ্টীকরণ চিঠিটি অগ্রায়ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে শিক্ষকদের উচ্চতর গ্রেড দেয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
গত ১২ জুলাই অর্থ বিভাগের উপসচিব আছমা আরা বেগম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষকরা বিএড ডিগ্রি অর্জন সাপেক্ষে ১০ম গ্রেড প্রাপ্ত হওয়ার তারিখ থেকে গণনা করে এমপিও নীতিমালা অনুসারে ১০ বছর সন্তোষজনক চাকরির পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্ত প্রাপ্য হবেন। তবে তারা সমগ্র চাকরি জীবনে দুইটির বেশি উচ্চতর গ্রেড প্রাপ্ত হবেন না। বিএড ডিগ্রি প্রাপ্তিজনিত এক্ষেত্রে একটি উচ্চতর স্কেল হিসেবে বিবেচিত হবে
Discussion about this post