নিজস্ব প্রতিবেদক
দেশে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব বোনাসের সরকারি আদেশে জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত সোমবার রাতে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, শিক্ষকদের ঈদুল আজহার উৎসব ভাতা দেয়ার প্রস্তাব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো হয়েছিল। প্রস্তাবে অনুমোদনও দেয়া হয়েছে। এখন অধিদপ্তর থেকে বোনাসের চেক ব্যাংকগুলোতে পাঠানো হবে।
সূত্র আরও জানায়, এমপিও শিক্ষকরা প্রচলিত বিধি অনুসারে ২৫ শতাংশ এবং ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন।
জানা গেছে, আগামী ১ আগস্ট সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তাই জুলাই মাসের বেতন অনুসারে উৎসব ভাতা পাচ্ছেন শিক্ষকরা।
Discussion about this post