নিজস্ব প্রতিবেদক
২০০১ সালে জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ পাসের মাধ্যমে গোপালগঞ্জে যাত্রা শুরু করে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত আছেন প্রায় ১২ হাজার শিক্ষার্থী। কিন্তু সম্প্রতি এই একই নামে পিরোজপুরেও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আইনটির খসড়ার ওপর মতামত ও চাওয়া হয়েছে, যার একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আর এই ছবি দেখেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বশেমুরবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা।
দুটি বিশ্ববিদ্যালয়ের একই নামকরণের বিষয়ে কোনো প্রতিবাদ জানানো হবে কিনা, এ বিষয়ে বশেমুরবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) ড. মোঃ শাহজাহান বলেন, ‘দুটি বিশ্ববিদ্যালয়ের নাম একই হলে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই পরিচয় সংকটে পড়বে। আমরা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং শিক্ষা মন্ত্রনালয়ে কথা বলবো।’
বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরাও। বশেমুরবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী প্রিয়তা দে বলেন, ‘আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি তাদের কাছে বিশ্ববিদ্যালয় অনেক বড় আবেগের জায়গা। বিশ্ববিদ্যালয়ের এই নাম টাই আমাদের পরিচয় বহন করে। আর যেটা একেবারে নিজস্ব। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম, একই নামে পিরোজপুরে একটি বিশ্ববিদ্যালয় আইন পাশ করানোর কাজ চলছে। সত্যিই যদি এমন হয় তবে আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। পৃথিবীতে একই নামে দুটি বিশ্ববিদ্যালয়ের হওয়ার নজির নেই। আমরা আশা করি, দ্রুত এর সমাধান হবে।’
আইন বিভাগের শিক্ষার্থী ইজাজ রহমান বলেন, ‘একই নামে দুইটি বিশ্ববিদ্যালয় হওয়ার কোন যৌক্তিকতা, প্রয়োজনীতা ও উদাহরণ কিছুই নেই৷ তারপরও যখন আমার বিশ্ববিদ্যালয়ের নামে আরেকটি বিশ্ববিদ্যালয় হয়, তখন আমি দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই ভবিষ্যতে আইডেন্টিটি ক্রাইসিসের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাই। বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৯ বছর পর এমন সিদ্ধান্ত আমাদের জন্য অযাচিত ও আনজাস্টিফায়েড।’ এসময় এই শিক্ষার্থী আরো বলেন, এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বশেমুরবিপ্রবি এর শিক্ষার্থীরা সোচ্চার থাকবে।
এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান বলেন, ‘একই নামে দুটি বিশ্ববিদ্যালয় হলে পরিচয় সংকট দেখা দেবে। আর যেহেতু পিরোজপুরের বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম এখনো শুরু হয়নি, তাই আমরা আশা করবো- এ বিষয়ে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।’
বশেমুরবিপ্রবির কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম বলেন, ‘হুবহু একই নামে দুটি বিশ্ববিদ্যালয় হয় কীভাবে, তা বোধগম্য নয়। একই নামে দুটি বিশ্ববিদ্যালয় হলে আসল নাম অর্থাৎ জাতির পিতার নাম কালের বিবর্তনে হারিয়ে যাবে, প্রতিষ্ঠান দুটি থেকে। একটা হয়ে উঠবে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় এবং অন্যটা হবে পিরোজপুর বিশ্ববিদ্যালয়। তাই পিরোজপুরে অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের নাম নির্ধারণ যৌক্তিক নয় বলে আমি মনে করি।’
Discussion about this post