নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঈদের ছুটিতে সরকারি ও বেসরকারি পর্যায়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক, মাঠ কর্মকর্তা ও কর্মচারীরা কর্মস্থল ত্যাগ করতে পারবে না। আজ বুধবার (২২ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এই নির্দেশ দিয়েছে। অন্যদিকে বন্যার সময় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে আবারও নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশির আদেশে বলা হয়, চলমান বন্যা পরিস্থিতির কারণে এবং কোভিড-১৯ ভাইরাস রোগের বিস্তার রোধে সকল পর্যায়ের কর্মকর্তা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আসন্ন ঈদুল আজহার সরকারি বা ঐচ্ছিক ছুটিতে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
প্রসঙ্গত, আগামী ১ জুলাই পবিত্র ঈদুল আজহা। ঈদের এই সময় তিনদিন ছুটি থাকে। ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন। অন্যদিকে, করোনার কারণে আগামী ৬ আগস্ট পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
Discussion about this post