বিনোদনডেস্ক
টানা চার মাস ঘরবন্দি থেকে গেল ৭ জুলাই মিজানুর রহমান আরিয়ানের নাটক দিয়ে মেহজাবীনের বিপরীতে শুটিংয়ে ফিরেছিলেন সময়ের জনপ্রিয় টিভি নায়ক অপূর্ব। তবে একদিনের মাথায় তাকেসহ পুরো ইউনিটকে ফিরতে হলো ঘরে। আবারও হোম কোয়ারেন্টাইনে বন্দি হলেন তারা। কারণ, ৮ জুলাই ইউনিটের দুজন করোনা পজেটিভ ধরা পড়ে!
এরপর টানা ১২ দিন ঘরে ছিলেন অপূর্ব। দুই দফা করোনা টেস্ট করিয়েছেন। দুইবারই ফলাফল নেগেটিভ। তাই সাহস নিয়ে আবারও শুটিংয়ে ফিরলেন এই অভিনেতা। নির্মাতা সেই মিজানুর রহমান আরিয়ানই। দুজনে মিলে শুরু করেছেন ঈদের নতুন নাটকের শুটিং।
ঈদের এ প্রজেক্টের নাম ‘জানবে না কোনদিন’। এতে অপূর্বর নায়িকা তাসনিয়া ফারিন। যেখানে দুজনকে দেখা যাবে
করোনাক্রান্ত স্বামী-স্ত্রীর চরিত্রে।
পরিচালক আরিয়ান জানান, ২০ জুলাই শুটিংয়ে ফিরে প্রথমে শেষ করেছেন অপূর্ব-মেহজাবীনের ‘প্রাণ প্রিয়’ নাটকের বাকি থাকা দুটি দৃশ্যের কাজগুলো। ২১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ‘জানবে না কোনদিন’ নাটকের কাজ শেষ করলাম। এই নাটকের আগেও ইউনিটের ২৬ সদস্যের করোনা টেস্ট করা হয়েছে। সবাই নেগেটিভ ছিলেন। এই ঈদের জন্য এটি আমার দ্বিতীয় প্রজেক্ট। কাজটি ঠিকঠাক শেষ করতে পেরেছি। এটাই বড় কথা।’
এদিকে অপূর্ব নাটকটির গল্প প্রসঙ্গে জানান, গল্পটা এই করোনাকালকে ঘিরে। দুজন করোনাক্রান্ত স্বামী-স্ত্রীর প্রেম ও ক্রাইসিসের গল্প ফুটে উঠবে এখানে।
নির্মাতা আরিয়ান জানান, এবার ঈদে তার দুটি নাটকই প্রযোজনা করেছে সিএমভি। যা উন্মুক্ত হবে ঈদ আয়োজনে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। ‘জানবে না কোনদিন’ ছাড়াও সিএমভি’র প্রযোজনায় আরিয়ানের অন্য নাটকটির নাম ‘ছায়াছবি’। সেখানে অপূর্বর বিপরীতে আছেন মেহজাবীন চৌধুরী।
এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে ১০টি বিশেষ নাটক নির্মাণের উদ্যোগ নিয়েছেন। যার বেশিরভাগই তারকা সমৃদ্ধ। করোনায় বিপর্যস্ত দর্শকের মনকে রঙিন করে তুলতে এই আয়োজন।
Discussion about this post