নিউজ ডেস্ক
আইসিটি শিল্পকে অর্থনীতির চালিকা শক্তি হিসেবে গড়ে তুলতেই আগামী ২০২৫ সালে এই খাত থেকে ৫ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শনিবার (২৫ জুলাই) কেরানীগঞ্জের ৮ ইউনিয়নে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলে তিনি।
জুনাইদ আহমেদ পলক বলেন, প্রতিটি ইঞ্চি মাটিতে ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে ২০২১ সালের মধ্যে সাড়ে ৪ হাজার ইউনিয়নকে আমরা হাইস্পিড রিলায়েবল ইন্টারনেট সংযোগের অধীনে আনতে পারবো।
আরো ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করার জন্য আগামী মঙ্গলবার একনেক বৈঠকে একটি প্রস্তাব পেশ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
নিজের এলাকা সিংড়া উপজেলা থেকে অনুষ্ঠানে সংযুক্ত হয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, ইন্টারনেট ব্যবহার করে আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো একেকটি ইকোনোমিক হাব হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ্যডুকেশন হাব হবে।
তিনি বলেন, সভ্যতার বিবর্তন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় অতীতে নদী ও সমুদ্রকে কেন্দ্র করে সভ্যতা গড়ে উঠেছে। এরপর রেল- সড়ক পথের সংযোগ কেন্দ্র করে। কিন্তু একুশ শতকের আধুনিক সভ্যতা গড়ে উঠছে বিদ্যুত ও উচ্চগতির ইন্টারনেট সংযোগ কেন্দ্র করে। এর মাধ্যমে শহর-গ্রাম বা পাহাড় দ্বীপেও যে কোনো ব্যক্তি এখান থেকে স্বাস্থ্য-শিক্ষা সবকিছু পরিচালনা করতে পারবেন।
বক্তব্যে ইন্টারনেট দেয়ার ক্ষেত্রে সরকার তিনটি ‘এ’যথা অ্যাভেইলেবল, অ্যাফর্ডেবল ও অ্যাওয়ারনেস নিশ্চিত করতে কাজ করছে সরকার।
এসময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, আগামীতে কেরাণীগঞ্জের ঝিলমিল প্রকল্পে ৩ একর জমিতে ১৫৪ কোটি টাকা ব্যায়ে এককটি অত্যাধুনিক হাইটেক পার্ক স্থাপন করা হবে। ইতোমধ্যেই রাজউকের অনুমোদন নিয়ে টেন্ডার প্রক্রিয়া মূল্যায়নের কাজ চলছে। এখানে প্রায় ১০ হাজার তরুণ-তরুণীর প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান তৈরি হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ মন্ত্রী নসরুল হামিদ বলেন, আগামী ২৭ জুলাই প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে আজ কেরাণীগঞ্জবাসীকে যে উপহার দিলেন সে জন্য তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাই। একইসঙ্গে ঢাকার পাশেই ‘বাতির নিচে অন্ধকার’ অনুযোগ ঘুচে দিয়ে আইটি পার্ক করার উদ্যোগ নেয়ায় এখানে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করবে।
Discussion about this post