অনলাইন ডেস্ক
অনলাইনে সাহিত্য উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট ) ভাষা ও সাহিত্যচর্চা বিষয়ক সংগঠন হাউজ অব ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। চুয়েটসহ দেশের ৪০টির বেশি কলেজ-বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে ‘আত্ম অন্বেষণে সাহিত্য উৎসব ২০২০’ শীর্ষক এই উৎসবে।
গত ১৫ জুলাই থেকে শুরু হওয়া এই অনলাইন উৎসবে রেজিস্ট্রেশন ও সাবমিশনের সর্বশেষ তারিখ ২৮জুলাই মঙ্গলবার।
সূত্রমতে, শুরু থেকে মোট ৭টি ক্যাটাগরিতে এই অনলাইন উৎসব শুরু হয়। এতে ছোটগল্প, কবিতা, প্রবন্ধ/রচনা, আবৃত্তি, ভ্রমণকাহিনী/স্মৃতিচারণ, ম্যাগাজিন কাভার ডিজাইন ও বুক/মুভি রিভিউ ক্যাটাগরিতে বাংলাদেশের বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। প্রতি ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন ফি ৫০টাকা। রেজিস্ট্রেশন ফি এর সম্পূর্ণ অর্থ জমা দেয়া হবে মেহেরিন ইসলামের পরিবারের কাছে।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি ফরহাদ শাহী আফিন্দি বলেন, প্রতিষ্ঠিতা কমিটি হিসেবে আমরা প্রথম সাহিত্য উৎসবের আয়োজন করছি। এতে চুয়েটসহ দেশের ৪০টির বেশি কলেজ-বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। ভবিষ্যতেও ভাষা ও সাহিত্য প্রেমীদের অন্যতম প্লাটফর্ম হিসেবে আমাদের সংগঠন কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। ইভেন্টটি শেষ হওয়ার পর রেজিস্ট্রেশনের সম্পূর্ণ অর্থ মেহেরিন এর পরিবারের হাতে আমরা তুলে দিবো।
প্রসঙ্গত, মেহেরিন ইসলাম হাজী মোহাম্মদ মহসীন কলেজের শিক্ষার্থী যার কিডনি ট্রান্সপ্লান্টের জন্য ফান্ড রাইজিং এর কাজ করছে চুয়েটের ভাষা ও সাহিত্য সংসদ।
Discussion about this post