আন্তর্জাতিক ডেস্ক
কানাডার আলবার্টার আইনসভার সামনে শনিবার বিকালে একদল কৃষ্ণাঙ্গ অভিভাবক বর্ণবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এক সমাবেশের আয়োজন করে।
সমাবেশে আলবার্টার ব্ল্যাক প্যারেন্টস অ্যাসোসিয়েশনের ডায়ুডোনে বেসাসে বলেন, এটি একটি চলমান ইস্যু। আমরা পুরো আলবার্টায় বাবা-মায়ের কথা শুনছি। বলছি তাদের ছেলেমেয়েরা প্রতিনিধিত্বের অভাব বোধ করছে।
অভিভাবকরা আরও বলেন, তারা চান আলবার্টার স্কুল বোর্ডগুলোতে বিভিন্ন শিক্ষক ও নেতাকে নিয়োগ দেয়া হোক, যাতে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীরা তাদের সংস্কৃতি ভুলে না যায়।
সমাবেশে অংশগ্রহণকারী আরও এক অভিভাবক উইলিয়ামস বলেন, তিনি প্রতিবাদে অংশ নিয়েছেন কেবল তার নিজের ছেলে নয়, অন্যদের সন্তানরা যাতে লেখারপড়ার বাইরেও সামাজিক নানা কর্মসূচির অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে।
প্রতিবাদসভায় কৃষ্ণাঙ্গ অভিভাবকরা দাবি করেন, স্কুলগুলোতে কৃষ্ণাঙ্গ শিক্ষক এবং কৃষ্ণাঙ্গ পরিচালক নিয়োগ দিতে হবে এবং বৈষম্য দূর করতে হবে, যাতে করে তাদের সন্তানরা বৈষম্যের শিকার না হয়।
ব্ল্যাক প্যারেন্টস অ্যাসোসিয়েশন অব আলবার্টার সমাবেশে বক্তারা আরও বলেন, কালো শিক্ষার্থীরা আলবার্টার স্কুলগুলোতে দুর্ব্যবহার, অপমানিত ও বৈষম্যের শিকার হয়।
তারা স্কুল বোর্ডগুলোকে বর্ণবাদী ডেটা ট্র্যাকিং, স্কুলগুলোর শৃঙ্খলা বজায় রাখা, বিভিন্ন শ্রেণির শিক্ষক নিয়োগ এবং পাঠ্যক্রমে কালোদের বঞ্চনার ইতিহাসকে অন্তর্ভুক্ত করারও আহ্বান জানান।
Discussion about this post