নিজস্ব প্রতিবেদক
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের বর্তমান পরিস্থিতে দেশের ব্যক্তি মালিকানাধীন কিন্ডারগার্টেন স্কুলগুলো বিপদে রয়েছে উল্লেখ করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেছেন, বিপদে পড়া এসব প্রতিষ্ঠানের পাশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দাঁড়ানো উচিত।
আজ সোমবার (২৭ জুলাই) এডুকেশন রিপোর্টার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত অনলাইন সেমিনারে এ কথা বলেন তিনি। প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রাশেদা কে চৌধুরী বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য বাড়ছে। শিক্ষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে কতটা বৈষম্য দূর করা যায় সে বিষয়ে মন্ত্রণালয়কে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, বর্তমানে কিন্ডারগার্টেন স্কুলগুলো বিপদে রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতি তাদের পাশে দাঁড়ানো। সুদবিহীন ঋণের ব্যবস্থার মাধ্যমে তাদের প্রণোদনা দেয়া প্রয়োজন। অথচ নানাভাবে তারা নিজেদের পরিস্থিতি তুলে ধরল তাদের দিকে কেউ ফিরে দেখছে না।
Discussion about this post