কথায়
বলে
‘ফার্স্ট ইমপ্রেশন ইজ
দ্য
কি
ইমপ্রেশন’। আর চাকুরীর ইন্টাভিউতে নিজেকে
প্রমাণ
করতে
সময়
পাওয়া
যায়
খুব
কম।
তাই
ইন্টারভিউ বোর্ডের প্রশ্নকর্তাদের প্রসন্ন করতে
সহায়
হয়
রুচিশীল, আধুনিক,
পরিচ্ছন্ন, অভিজাত
এবং
চাকুরী
সংশ্লিষ্ট বা
সহায়ক
পোশাক। ধর্মীয়
রীতিনীতি মেনে
হিজাব
পরলে
ইন্টারভিউতে ইমপ্রেশন নষ্ট
হবে-
এমন
ধারণা
ভুল।
বরং
হিজাবের সঙ্গে
মানানসই রক্ষণশীল পোশাকে হয়ে
উঠতে
পারেন
অনন্যা।
তবে
কোন
চাকুরীতে কোন
ধরনের
পোশাক
মানানসই- তা
ভাবার
বিষয়।
চাকুরীভেদে বদলে
যায়
পোশাকের ধরন,
পরিবর্তন হয়
হিজাবের ডিজাইন
এবং
পরার
পদ্ধতি। দেখে
নিন
চাকুরীর ইন্টারভিউতে কোন
পেশায়
হিজাবের সঙ্গে
কিভাবে
হয়ে
উঠবেন
আকর্ষনীয়-
অ্যাকাউন্টিং/ব্যাংকিং/আইন: চাকুরীর ধরণ অনুযায়ী পোশাকে কর্পোরেট লুক আনতে হবে ইন্টাভিউর সময় থেকেই। জীবন বৃত্তান্তে লেখা যোগ্যতার পাশাপাশি লম্বা স্কার্ট, ট্রাইজার, শার্ট, ব্লেজার, স্টিলেটো জুতা, মিড হিল সু, কর্পােরেট ব্যাগ এবং সঙ্গে হালকা রঙের হিজাবের আভিজাত্য যোগ করে ইতিবাচক মাত্রা।
সরকারী/শিক্ষা/ভাষা/চ্যারিটি: এসব ক্ষেত্রের চাকুরীজীবীরা মানুষের সঙ্গে মিশে কাজ করেন তাদের জন্যই। আর তাই পােশাক বা ফ্যাশনে সাধারণ মানুষের চেয়ে খুব বেশি আলাদা হলে কাজেরই অসুবিধা। আর তাই হালকা রঙটাই ভালো। লম্বা স্কার্ট, ঢোলা প্যান্ট, ঝুলের শার্ট, কার্ডিগান, মাঝারি ব্যাগ এবং বড় চাদরের হিজাবে সহজেই পাওয়া যায় পেশাগত লুক।
হোটেল/মার্কেটিং/ম্যানেজমেন্ট/পাবলিক রিলেশন: এসব পেশায় দাবড়ে বেড়াতে হয় বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ- নিত্য নতুন নেটওয়ার্কে মানিয়ে নিতে হয় কম সময়ে। নিজের সঠিক উপস্থাপনের পাশাপাশি ক্লায়েন্ট, সহকর্মী এবং সহকর্মীদের নজরে নিজেকে প্রমাণ করতে হয় স্বতন্ত্র। বেছে নিন স্টাইলিশ লং স্কার্ট, ট্রেন্ডি ট্রাইজার, হাই হিল সু, ব্লেজার বা কার্ডিগানের আধুনিক ডিজাইন, ট্যাংটপ এবং অবশ্যই রং মিলিয়ে পছন্দসই হিজাব।
মিডিয়া/ডিজাইন/রিটেল/ক্রিয়েটিভ: এসব
চাকুরীতে ইন্টারভিউ বোর্ডে যোগ্যতা ও
দক্ষতার পাশাপাশি দেখা
হয়
পোশাকে আপনার
রুচি।
রং,
ডিজাইন,
ধরন
বুঝে
ধারণ
করার
চেষ্টা
করা
হয়
আপনার
ব্যক্তিত্ব, সৃষ্টিশীলতা, সাহস
আর
নতুন
কিছু
করার
ইচ্ছাটা। আর
তাই
পোশাক
নিয়ে
করা
যায়
খানিকটা পরীক্ষা নিরীক্ষা। প্যান্ট বা
স্কার্টের আদলে
ভিন্ন
মাত্রা,
জুতার
আকৃতি,
ব্যাগের ধরন
এবং
রঙের
বহুমাত্রিক ব্যবহারেও নেই
বাধা
নিষেধ।
তবে
অবশ্যই
মানানসই হতে
হবে।
হিজাবের স্কার্ফ বা
ওড়নাতেও আসতে
পারে
পরিবর্তন।
এ
তো
গেল
বিশ্ববাজারের কথা-
আমাদের
দেশে
ইন্টারভিউ বোর্ডে শাড়ি,
সালোয়ার-কামিজ
এবং
বোরকার সঙ্গে
হিজাব
পরেও
ধর্মীয়
ভাবগাম্ভীর্যে থাকা
যায়
সাবলীল। পোশাক
কিংবা
সাজপোশাকের চেয়ে
গুরুত্বপূর্ণ চাকুরী
সংশ্লিষ্ট জ্ঞান,
অাত্মবিশ্বাস, সহজ
মানসিকতা এবং
যোগ্যতা।
Discussion about this post