নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে চার্চ (খ্রিষ্টান মিশনারি) পরিচালিত নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে ভার্চুয়াল পরীক্ষা নেয়ার নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত চিঠি চার কলেজের অধ্যক্ষকে পাঠানো হয়েছে। এতে আগামী ৯ থেকে ২৪ আগস্টের মধ্যে ভার্চুয়াল লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত চিঠিতে, ২০২০-২১ শিক্ষাবর্ষে এসব কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য আগামী ৩০ আগস্টের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে পাঠাতেও বলা হয়েছে।
এর আগে গত ১ জুন এসব কলেজগুলোকে একাদশ শ্রেণিতে নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির অনুমতি দেয় শিক্ষা বোর্ড। তবে করোনা পরিস্থিতিতে একাদশের ভর্তি স্থগিত থাকায় পরে তা স্থগিত করতে ঢাকা শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছিল।
Discussion about this post