অনলাইন ডেস্ক
নভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে বিপর্যস্ত পুরো বিশ্ব। এই ভাইরাস শুরু থেকেই আতঙ্ক ছড়িয়ে এখন পর্যন্ত আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। ভাইরাসটিতে প্রায় সব ধরনের মানুষ ভুগছেন। তবে এদের মধ্যে প্রায় ৩৯ লাখ শিশু স্বাস্থ্য ঝুঁকিতে আছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ।
সতর্কতা জানিয়ে ইউনিসেফ বলছে, মহামারি ভাইরাস করোনার জন্য দক্ষিণ এশিয়ার প্রায় ৩৯ লাখ শিশু তীব্র স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এসব স্বাস্থ্য ঝুঁকিতে থাকা শিশুরা যেকোনো সময় স্বাস্থ্য জটিলতায় পড়তে পারে।
শিশুদের স্বাস্থ্য বিষয়ক ইউনিসেফের এই পরিসংখ্যানটি দিয়েছে মেডিক্যাল জার্নাল ল্যানসেট। ল্যানসেটের ঐ সমীক্ষায় বলা হয়, করোনাভাইরাস মহামারির আর্থ-সামাজিক প্রভাবের কারণে বিশ্ব জুড়ে ৬৭ লাখ শিশু তীব্র স্বাস্থ্য সমস্যার শিকার হবে। ইউনিসেফ বলছে, এর অর্ধেক শিশুই হবে দক্ষিণ এশিয়ায়।
এ ব্যাপারে ইউনিসেফ জানায়, চরম অপুষ্টির কারণে শিশুদের ওই সমস্যাগুলো দেখা দেবে। যার ফলে শিশুরা খুব দুর্বল হয়ে পড়বে। এতে শিশুদের মৃত্যুর ঝুঁকি বাড়ে যাবে এবং তাদের সঠিক বৃদ্ধি ও বিকাশ ঘটবে না।
Discussion about this post